Header Ads

Header ADS

যাদের ফেসবুক প্রোফাইল এ টু স্টেপ ভেরিফিকেশন (লগ ইন এপ্রুভাল) চালু করা আছে তারা একটু সাবধান হোন। ইদানিং খুব বেশি সমস্যা হচ্ছে এটা নিয়ে। কোন কারনে ফোন রিসেট দিলে বা পাসোয়ারড চেঞ্জ করে সব যায়গা থেকে লগ আউট করে দিলে টু স্টেপ ভেরিফিকেশন এর কোড আসেনা ফোন এ। তাই চেস্টা করুন ব্যাকাপ কোড হাতে রাখতে। যেভাবে পাবেন ব্যাকাপ কোডঃ settings>security and log in>two step verification >get codes এখান থেকে ১০ টা কোড পাবেন। সেগুলো সংগ্রহ করে রাখুন। আর যাদের কোড সংগ্রহ করা নাই ফোনে কোড যাচ্ছে না তারা এই ভিডিও ফলো করুন https://www.facebook.com/Skyalamgirkgc/videos/270015044473672/?app=fbl কিছু সর্তকতা অবলম্বন করুন যেন আইডি লক হলেও ফিরে পান। ১।একটি জিমেইল ইউজ করুন মিনিমাম। অনেকেও নাম্বার দিয়ে আইডি খুলেন। আপনারা এট লিস্ট একটা জিমেইল আইডি যুক্ত করে রাখুন। ২।আপনার ফেসবুক নাম ও জন্মতারিখ,মাস,বছর হুবুহ আপনার ভোটার আইডির মত দিন। এতে করে যদি আইডি লক হয় বা কোন কারনে লগ ইন এপ্রুভাল কাজ বা করে তখন রিকোভার এ সাহায্য করবে। ৩।লিংক এ ক্লিক করা থেকে বিরত থাকুন।


 

No comments

Powered by Blogger.